এক্সপ্লোর
ফিল্মস্টার: করোনায় কাবু বলিউড, আক্রান্ত রণবীর কপূর-সঞ্জয় লীলা বনশালী
১৯ মার্চ মুক্তি পাবে 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'। ২২ অক্টোবর বড় পর্দায় আসছে 'লুপ লপেটা'। মুক্তি পেল পরিণীতি চোপড়া অভিনীত 'সাইনা'-র ট্রেলার। প্রকাশ্যে 'নকল হীরে'-র নতুন টিজার। 'মেরা ফৌজি কলিং'-র নতুন গান মুক্তি পেল। 'মুম্বই সাগা'-র নতুন টিজার এল প্রকাশ্যে। কোভিড ভ্যাকসিন নিলেন শান্তনু মৈত্রর বাবা ও মা। ট্যুইটারে পোস্ট করে জানালেন শান্তনু। করোনা আক্রান্ত সঞ্জয় লীলা বনশালী। করোনা আক্রান্ত রণবীর কপূর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন তাঁর মা নিতু কপূর। রণবীর বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন। তাঁর চিকিৎসা চলছে। এক ঝলকে বিনোদন দুনিয়ার টুকরো খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।






























