এক্সপ্লোর
Filmstar : অক্ষয়ের সিনেমার ঘোষণার অনুষ্ঠানে সলমনের উপস্থিতি নিয়ে তরজা
করণ জোহরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি। সটান না বলে দিলেন মিটিংয়ের পর। কে বলুন তো ? এদিকে ওটিটি প্ল্যাটফর্মে এক নাগাড়ে গুলির আওয়াজ চলছে। লড়াইটা বাঁধল কোথায়? মুম্বইয়ে ধারাভির রাস্তায় কারা জানতে চাইলেন ধারাভি ব্যাঙ্কের ঠিকানা? বাংলায় নাকি আবার নতুন স্ক্যাম হতে চলেছে? হ্যাঁ, তেনটাই শো শোনা যাচ্ছে। বিস্তারিত জানতে দেখতে থাকুন।
টক্কর হবে বক্স অফিসে। কিন্তু টক্করের আগেই প্রতিপক্ষের ডেরায় হাজির অন্যপক্ষ। সন্ধি করতে এসেছিলেন নাকি ? নাকি নিয়ে এসেছিলেন অন্য কোনও বার্তা? অক্ষয়ের সিনেমার ঘোষণার অনুষ্ঠানে সলমনের উপস্থিতি নিয়েই এখন তরজা শুরু।






























