এক্সপ্লোর
Filmstar: তারকা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে গানের জাদুতে নিজের আলাদা পরিচিতি গড়েছেন কারা ?
তাঁরা অভিনয়েও আছেন, গানেও আছেন। সুরের সম্মোহনে তাঁরাও সম্মোহিত করতে পারেন। বলিউডে এমন প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের সংখ্যাটা নেহাত কম নয়। চলুন, তারকা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে গানের জাদুতে নিজের আলাদা পরিচিতি গড়েছেন কারা, সেই তালিকাতেই আজ চোখ রাখা যাক।






























