এক্সপ্লোর
Filmstar : নেটফ্লিক্সে ১ ডিসেম্বর মুক্তি পাবে ‘কালা’, এবিপি আনন্দর মুখোমুখি গোটা টিম
ওপরতলায় সব ঠিক আছে। রাজনৈতিক সৌজন্যর কথা বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং তৃণমূল সাংসদ দেবের মুখে।
কাতারে বিশ্বকাপ জমজমাট। তবে খেলা কিন্তু এরাজ্যেও হবে। ২ ডিসেম্বর খেলতে নামছেন মিমি চক্রবর্তী আর অর্জুন চক্রবর্তী। কোচের দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক অরিন্দম শীল।
নেটফ্লিক্সে ১ ডিসেম্বর মুক্তি পাবে ‘কালা’। কালা এক সঙ্গীতশিল্পীর কাহিনি। কিন্তু এই ফিল্মের পরতে পরতে রয়েছে থ্রিলার। অভিনয়ে তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায়, বাবিল খান, বরুণ গ্রোভার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অমিত সিয়াল। আজ এবিপি আনন্দর মুখোমুখি কালা-র গোটা টিম।






























