Filmstar : অস্কারের দৌড়ে সামিল লাইভ-অ্যাকশন শর্টফিল্ম 'অনুজা'
ABP Ananda LIVE : দিল্লির রাস্তায় শিশুশ্রমিকদের ভিড়ে মিশে ছিল ছোট্ট একটি মেয়ে। অন্ধকারেই হারিয়ে যেতে পারত তার জীবন। কিন্তু অন্ধকার থেকে বেরিয়ে সে এখন আলোক বৃত্তেই শুধু নয়, অস্কারের মঞ্চে ওঠার
প্রস্তুতি নিচ্ছে। তার নাম সাজদা পাঠান। অস্কারের দৌড়ে সামিল লাইভ-অ্যাকশন শর্টফিল্ম 'অনুজা'-য় সাজদাই অভিনয় করেছে মুখ্য চরিত্রে।
Howrah News: পুলিশ অফিসারের পর প্রোমোটার। ফের হাওড়ায় শ্যুটআউট
পুলিশ অফিসারের পর প্রোমোটার। ফের হাওড়ায় শ্যুটআউট। এবার লিলুয়ায় ফ্ল্যাটের সামনে গুলিবিদ্ধ হলেন রাজেশ সিং নামে এক প্রোমোটার। গতকাল রাত ১০টা নাগাদ আবাসনের সামনে দাঁড়িয়েছিলেন বছর ৪০-এর রাজেশ। অভিযোগ, হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে সামনে থেকে তাঁকে গুলি করে। রাজেশের পেটে গুলি গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের CMRI হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ ব্যক্তিও এর আগে খুনের মামলায় জেল খাটেন। তাঁর বিরুদ্ধে অসামাজিক কাজেরও অভিযোগ ছিল। বর্তমানে প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ। ব্যবসায়িক শত্রুতা? নাকি পুরনো আক্রোশ থেকে গুলি, খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ।






























