এক্সপ্লোর
ফিল্মস্টার: হিন্দি ছবিতে রুক্মিণী, প্রকাশ্যে এল ব্রাত্য বসুর ছবি 'ডিকশনারি'-র টিজার
এবার হিন্দি ছবিতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। বিদ্যুৎ জামালের (Vidyut Jammwal) সঙ্গে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। কনিষ্ক ভার্মার সেই ছবি 'সনক'-এর প্রথম পোস্টার এল প্রকাশ্যে। রয়েছেন চন্দন রায় সান্যালও। শান্তনু মৈত্রের সুরে 'আধার'-এর গানের টিজার এল প্রকাশ্যে। শান্তুনু মৈত্রের (Shantanu Moitra) সুরে সুমন ঘোষের ছবি 'আধার'-এর একটি গান গেয়েছেন সুখবিন্দর সিংহ (Sukhwinder Singh)। গানটির নাম মাটি। গানটি লিখেছেন অমিতোষ নাগপাল। প্রকাশ্য়ে এল গানটির টিজার। প্রকাশ্যে এল ব্রাত্য বসুর (Bratya Basu) 'ডিকশনারি'-র টিজারও। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।






























