এক্সপ্লোর
বয়স আশি, একনাগাড়ে ১৫টি পুশআপ দেন মিলিন্দ সোমনের মা, ভিডিও দেখলে চোখ কপালে উঠবে
‘আশিতে আসিও’ শরীরচর্চায় খামতি নেই মিলিন্দ সোমনের মা ঊষা সোমনের। ১৫টি পুশআপ অনায়াসেই দিয়ে ফেলেন অশীতিপর। মায়ের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিলিন্দ। সদ্য প্রয়াত সরোজ খানকে শ্রদ্ধা জানিয়ে এই ছবিটি পোস্ট করেছেন মাধুরী দীক্ষিত। ক্যাপশনে জানিয়েছেন, কীভাবে সেটে মায়ের মতো সরোজ খান তাঁর খেয়াল রাখতেন। তাঁর ফ্রেন্ড, ফিলোজফার, গাইড ছিলেন মাস্টারজি, জানান মাধুরী।






























