Exit Poll (পর্ব ১): EXIT POLL-এ চমক ! রাজ্যে বাজিমাত BJP-র I ২৩ থেকে ২৭ আসন গেরুয়া শিবিরের ঝুলিতে | ABP Ananda LIVE
LokSabha Election: লোকসভা ভোটের ( Loksabha Election 2024 ) মহাযজ্ঞ শেষ দফা চলছে। মঙ্গলবার ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিজেপি ( BJP ) কি ৩৫ এর টার্গেট ছুঁতে পারবে? নাকি তৃণমূলের ভবিষ্যদ্বাণী সত্যি হবে ? তা দেখার অপেক্ষায় বসে সকলে। সকলের মনে একটাই প্রশ্ন, কী হতে চলেছে বাংলায়?
লোকসভা ভোটের ( Loksabha Election 2024 ) মহাযজ্ঞ শেষ দফা চলছে। মঙ্গলবার ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিজেপি ( BJP ) কি ৩৫ এর টার্গেট ছুঁতে পারবে? নাকি তৃণমূলের ভবিষ্যদ্বাণী সত্যি হবে ? তা দেখার অপেক্ষায় বসে সকলে। সকলের মনে একটাই প্রশ্ন, কী হতে চলেছে বাংলায়?
২০১৯ সালে ২০১৪-র থেকেও বেশি সংখ্যা নিয়ে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায় এনডিএ। ১৯৮৪-র পর এই প্রথম কোনও দল পরপর দু’বার একার জোরে ম্যাজিক ফিগার টপকায়। লোকসভা ভোটের ফলে দেশের রঙ হয়ে ওঠে গেরুয়া। ২০১৪-য় মোদি ঝড়, ২০১৯-এ মোদি-সুনামিতে ম্লান হয়ে যায় বিরোধীরা। মোদি ম্যাজিকের ওপর ভর করে ১৯৮৪-র পর ২০১৯ এ প্রথম কোনও দল টানা দ্বিতীয়বার লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তার আগে এই সাফল্যের রেকর্ড ছিল কংগ্রেসের।