ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৫.৬.২৫) পর্ব ১: কালীগঞ্জে মৃত শিশুর পরিবারকে টাকা দিতে গিয়ে ক্ষোভের মুখে TMC বিধায়ক
Ghanta Khanek Sange Suman: কালীগঞ্জে মৃত শিশুর পরিবারকে টাকা দিতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। আর্থিক সাহায্যের প্রস্তাব সটান ফিরিয়ে দিল পরিবার। ২৪ অভিযুক্তের মধ্যে গ্রেফতার মাত্র ৫, ক্ষোভে ফুঁসছে কালীগঞ্জ। প্রতিবেশীরাই তামান্নার খুনি! সব অভিযুক্তের বাড়ি একই এলাকায়। "২০১৮-তেও পঞ্চায়েত ভোট দিতে দেয়নি এই অভিযুক্তরা" দাবি স্থানীয়দের। রথের মুখে রথ নিয়ে রাজনীতির দড়ি টানাটানি। রথযাত্রার উদ্বোধনে দিঘায় মুখ্যমন্ত্রী, উল্টোরথ পর্যন্ত টানা কর্মসূচি শুভেন্দুর। দিঘা থেকে দুয়ারে প্রসাদ তৃণমূলের, পুরী থেকে মহাপ্রসাদ আনছে বিজেপিও। মহাকাশ অভিযানে ইতিহাস, প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনের পথে শুভাংশু।
শাসকের বিজয়োল্লাসে মৃত্যু হয়েছে ছোট্ট মেয়েটার। চোখের সামনে তামান্নাকে ছিন্নভিন্ন হতে দেখেছেন মা। আর এবার, বোমাবাজির ঘটনায় নিহত নাবালিকার বাড়িতে অর্থ সাহায্য হাতে হাজির হলেন প্রাক্তন আইপিএস ও ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। তৃণমূল বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা। অর্থ সাহায্যের টাকা সটান প্রত্যাখ্যান করল দরিদ্র পরিবার। যদিও তৃণমূল বিধায়কের দাবি, রাজনৈতিক পরিচয়ে নয়, অরাজনৈতিক সংগঠনের তরফে পরিবারের কাছে পৌঁছে গেছিলেন তিনি। যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির।






























