ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৫) পর্ব ২: দিল্লিকাণ্ডে উঠে এসেছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্য়ালয়ের নাম।জঙ্গি মডিউলের নেপথ্যে পাকিস্তান নয়, রয়েছে বাংলাদেশ, তুরস্ক,কাতারের নামও
Ghanta Khanek Sange Suman: ভ্যারেন্ডার বীজ থেকে তৈরি বিষাক্ত জৈব অস্ত্র 'রাইসিন' দিয়ে গণহত্যার ছক? ফাস্টফুড ব্যবসার আড়ালে হাজার-হাজার নিরীহ মানুষকে মারার চক্রান্ত! আমদাবাদ থেকে ধৃত ডাক্তারকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরণ i20-তে, হদিশ মিলল উমরের আরেকটা লাল ইকোস্পোর্টের। 'পালাতে পার, লুকোতে পারবে না', জম্মু-কাশ্মীর পুলিশের বার্তার পরই দিল্লিতে বিস্ফোরণ। অপারেশন সিঁদুরের পরও কোমর ভাঙেনি পাক মদতপুষ্ট জঙ্গিদের? উঠছে প্রশ্ন। উদ্ধার প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক, ফরিদাবাদের সেই গুদামে এবিপি আনন্দ। 'আনুগত্যই আমার পতনের জন্য দায়ী, কে ব্রুটাস খুঁজে বেড়াব', জামিন পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, বান্ধবী হিসেবে স্বীকৃতি অর্পিতাকে।
দিল্লির বিস্ফোরণের পর চর্চায় উঠে এসেছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্য়ালয়ের নাম। পুলিশ সূত্রে দাবি, ধৃত চিকিৎসক উমর উন নবি, এবং মুজাম্মিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। দিল্লি বিস্ফোরণে ব্য়বহৃত i20 গাড়িটিও, দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্য়ালয়ের ভিতরে পার্ক করা ছিল বলে অভিযোগ। যদিও, আল ফালাহ বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, চাকরির বাইরে ধৃতদের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।


























