ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৪.০৩.২৫) পর্ব ২:আগামী দিনে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে:ABVP।আমার ওপর হামলাকারী বাম-অতিবামরাই শিক্ষামন্ত্রীর ওপর হামলা করেছে:বাবুল সুপ্রিয়
Ghanta Khanek Sange Suman: স্কুটার-তত্ত্বের পর এবার জখম ছাত্রের আঘাত নিয়ে প্রশ্ন তৃণমূলের। "বারবার বললেও গাড়ির গতি কমানো হয়নি," হাসপাতালের বেডে শুয়ে বললেন ইন্দ্রানুজ। "গাড়ির ধাক্কাতেই থেঁতলে গেছে," বলছেন আহত ছাত্রের মা। ইন্দ্রানুজের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর। "মিথ্যা মামলা তুললে তবেই বুঝব অনুতপ্ত," বললেন বাবা। "আমার ওপর হামলাকারী বাম-অতিবামরাই শিক্ষামন্ত্রীর ওপর হামলা করেছে," দাবি বাবুল সুপ্রিয়র। "আগামী দিনে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে," হুংকার ABVP-র। 'ক্যাম্পাসে ওমপ্রকাশ মিশ্রকে ঢুকতে দেব না', হুঁশিয়ারি আন্দোলনকারীদের, উপাচার্যকে চিঠি অধ্যাপকের।
'তখনও করেছিল বাম, অতিবাম। এখনও বাম অতিবামই করেছে', যাদবপুরে নিজের ওপর হামলার প্রসঙ্গ টেনে, শনিবারের ঘটনা নিয়ে এভাবেই বামেদের নিশানা করলেন তৃণমূল বিধায়ক ও পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। বললেন, SFI, বাম, অতি বাম যাদের কোনও আদর্শ নেই গুন্ডামি করেছে।তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় পৌঁছেছিলেন বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে। তাঁকেও কীভাবে হেনস্থা করা হয়েছিল, এদিন সে প্রসঙ্গও টেনে আনেন পর্যটনমন্ত্রী।





























