Ghanta Khanek Sange Suman(০২.০৭.২০২৪) পর্ব ১ : মদন-ঘনিষ্ঠের নেতৃত্বে বেধড়ক মারধরে আক্রান্ত মা-কলেজ পড়ুয়া ছেলে | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: আরও ছড়াচ্ছে গণপিটুনির অসুখ, এবার আড়িয়াদহে আক্রান্ত মা-ছেলে। মদন-ঘনিষ্ঠের নেতৃত্বে বেধড়ক মারধরে আশঙ্কাজনক কলেজ পড়ুয়া। 'কী করে জানব কবে কে ক্রাইম করবে?' দায় ঝেড়ে সাফাই মদনের। চোপড়ার ছায়া ফুলবাড়িতে, সালিশি সভায় দম্পতিকে মারধরের অভিযোগ। অপমানে আত্মঘাতী নির্যাতিতা, এবার অভিযোগ স্থানীয় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। ''আশেপাশের মহিলারা দু-একটা থাপ্পড় মারতেই পারে,'' বলছেন স্থানীয় তৃণমূল নেতা। "শাহজাহান থেকে জেসিবি হয়ে জয়ন্ত সিং"। "তৃণমূলের হয়ে ভোট করালেই মেলে অত্যাচারের ছাড়পত্র," আক্রমণে বিরোধীরা।
আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটায় দুষ্কৃতীরা। জানা যায়, কলেজ ছাত্রের সঙ্গে স্থানীয় এক দুষ্কৃতীর বচসার জেরে হামলা চালানো হয়। রবিবার রাতে দলবল নিয়ে মা ও ছেলের ওপর চড়াও দুষ্কৃতীরা। বাড়ির সামনে লাঠি, রড দিয়ে পেটানোর অভিযোগল উঠেছে। ছেলেকে বাঁচাতে গেলে মাকেও বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম মা ও ছেলে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আড়িয়াদহকাণ্ডে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বেলঘরিয়া থানায়। এই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ।
মূল অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। কামারহাটির তৃণমূল বিধায়ক সহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও ছবি রয়েছে জয়ন্ত সিংহের। এবিষয়ে মদন মিত্রর বক্তব্য, 'আমার সঙ্গে কারও ছবি থাকতেই পারে, আমার কোনও দায় নেই। আমার সঙ্গে সবাই মেলামেশা করে, আমি কী করব?' দায়িত্ব নিচ্ছি, ক্রাইমের দায় নয়, জয়ন্ত-ঘনিষ্ঠতার কথা মেনে দাবি মদন মিত্রর।