ঘণ্টাখানেক সঙ্গে সুমন (পর্ব১: ১২. ০৮. ২৪ ):সঞ্জয়ের পক্ষে একা ঘটানো আদৌ সম্ভব এই নারকীয় হত্যাকাণ্ড?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন : শরীরজুড়ে অসংখ্য় ক্ষত!! একা সঞ্জয় রায়ের পক্ষে এই নারকীয় অত্য়াচার কার্যত অসম্ভব। আরজি কর হাসপাতালে , নিহত চিকিৎসকের শরীরে অত্য়াচারের ভয়াবহতা দেখে, এমনই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। ভাইরাল হওয়া অডিও ক্লিপেও শোনা যাচ্ছে, এটা দু থেকে তিনজনের কাজ হতে পারে। প্রশ্ন উঠছে, যদি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই পাশবিক অত্য়াচার চালানো সম্ভব না হয়, তাহলে সঞ্জয়ের সঙ্গে, আর কি কেউ ছিল? এই প্রসঙ্গেই উঠে আসছে, 'ভিতরের লোক' থাকার তত্ত্ব। ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে একটা অডিও ক্লিপ। কুণাল ঘোষও সেই অডিও পোস্ট করেছেন। যেখানে ওই 'ভিতরের লোকে'র যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ মুখ্যমন্ত্রী বলেন, "যদি ভিতরে কেউ থাকে, কারও প্রতি সন্দেহ হয়, যাঁরা ছিল যাঁরা ওর বন্ধুবান্ধব তাঁদের সবাইকে ডেকে কথা বলবে পুলিশ।" আন্দোলনকারী ডাক্তারদেরও স্পষ্ট বক্তব্য, কোনও একজনের পক্ষে এই নারকীয় কাজ করা সম্ভব নয়।
সমস্ত শো
![ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.০২.২৫): CBI-র চার্জশিটে একের পর এক প্রভাবশালী ! 'রাত হলেই দুষ্কৃতীদের দখলে সেন্ট্রাল অ্যাভিনিউ’,বিস্ফোরক TMC কাউন্সিলর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/60d22c250c5d77ea02449d1c23bc4e0b1739586808678968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/4406ea6cbc72fd5df92b35e5bc164bcd1739586595941968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/cd8d0ced02d6aed71dc36353db769b6b1739503827993968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/26a3c34b560ef907ce0d79aef29a48b91739503688713968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/a29a7be2fd636ce1df192b7f07db650f1739422322104968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)