ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.০৮.২৪-পর্ব:১)- আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও আর জি কর মামলায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। সর্বোচ্চ আদালত বলল, 'এটা ভয় জাগানোর মতো ঘটনা!' পাশাপাশি, কী করে বহিরাগতরা হাসপাতালে ঢুকে হামলা চালাল, কেন দেরিতে FIR করা হল-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। পাশাপাশি, বাইশে অগাস্টের মধ্য়ে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য় সিবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালতে ফের ধাক্কা খেল রাজ্য় সরকার। আর জি করকাণ্ডের তদন্তভার আগেই, কেন্দ্রীয় এজেন্সি, সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার আর জি কর হাসপাতালের নিরাপত্তার ভারও কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট। হাসপাতালে CISF মোতায়েন করার নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। এর আগে, হাসপাতাল বন্ধ করে দেওয়ার কথা বলেছিল কলকাতা হাইকোর্টও।
তৎকালীন অধ্যক্ষ কেন আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন? শান্তিপূর্ণ আন্দোলনে কী করে হাসপাতালে ঢুকে গেল সাত হাজার দুষ্কৃতী?
অপরাধের জায়গা সুরক্ষিত রাখা তো পুলিশের কর্তব্য, কেন তা করা হয়নি? কেন দেরি হয়েছিল FIR করতে? আর জি করকাণ্ডে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে এরকমই একাধিক প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত।