Ghantakhanek Sange Suman (Seg-2): 'সরকারের হাল ধরুন অভিষেক', পোস্টে ছয়লাপ সোশাল মিডিয়া; 'বাংলার মানুষ ছাড়বে না', ফের সরব জহর
সরকারের হাল ধরুন অভিষেক। সরকারের নেতৃত্বে আসুন তিনি। আর জি কর-কাণ্ডের আবহে এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে জহর সরকারের ইস্তফা দেওয়ার ঘোষণার পর এরকমই পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়ে তৃণমূলের কর্মী সমর্থক ছাড়া পোস্ট করেছেন বিভিন্ন পদাধিকারীরাও।
আর জি কর-কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল সরকার। আর এরইমধ্য়ে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের অংশ করার দাবিতে সোশাল মিডিয়ায় আছড়ে পড়েছে একের পর এক পোস্ট। কোথাও সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, জহরের বার্তা নিতে হবে সতর্কতা। অভিষেকদাকে দরকার গড়তে বলিষ্ঠ সরকার।
রাজ্য সরকারের ওপর যেন কীরকম একটা বীতশ্রদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষ। রবিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর সোমবার কার্যত আরও বড় বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন IAS অফিসার জহর সরকার। এছাড়া দুর্নীতি নিয়েও এদিন মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।