GhantaKhanek Sange Suman(০৪.০৭.২৫) পর্ব ১ : 'তৃণমূলে আরও মনোজিৎ আছে', বিস্ফোরক সাসপেন্ডেড TMCP নেত্রী রাজন্যা | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: পিকনিকে এক ছাত্রীর ‘শ্লীলতাহানি’, না যাওয়ায় আরেকজনকেও হুমকি! এবিপি আনন্দে বিস্ফোরক এখনও আতঙ্কে থাকা ফার্স্ট ইয়ারের ছাত্রী। মনোজিতের বিরুদ্ধে মুখ খুলছেন ছাত্রী থেকে রক্ষী, খুলছে 'প্যান্ডোরার বাক্স!' 'তৃণমূলে আরও মনোজিৎ আছে', বিস্ফোরক সাসপেন্ডেড TMCP নেত্রী রাজন্যা। তামান্না খুনে এখনও অধরা ১৪ অভিযুক্ত, মামলার প্রস্তুতি পরিবারের। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে। দলের নেতার বিরুদ্ধেই গুন্ডা পোষার অভিযোগ সিদ্দিকুল্লার! কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় কোর্টে ভর্ৎসিত CBI।
আরও খবর...
কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণকাণ্ডে মৃত ১। মৃত বরকত শেখ বীরভূমের নানুরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ ছিল, বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা বাঁধা হচ্ছিল। অভিযোগের আঙুল ছিল স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। তুফান নিজেও বোমা বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, তুফান দাগি দুষ্কৃতী। তুফানের বিরুদ্ধে চুরি, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ১০ দিন আগে জেল থেকে ছাড়া পায় তুফান। জেল থেকে বেরিয়ে সে কেন বোমা বাঁধছিল? কার নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? বহিরাগতরা গ্রামে ঢুকল কীভাবে? পুলিশ কী করছিল? উঠছে একাধিক প্রশ্ন।






























