ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২৬.৫.২৫)পর্ব১:ভুয়ো ভোটার নিয়ে CBIতদন্ত দাবি শুভেন্দুর।ভোটার লিস্টে বাংলাদেশি
Ghanta Khanek Sange Suman: ভোটার লিস্টে বাংলাদেশি, ২৬-এর আগে তপ্ত রাজ্য রাজনীতি । ভুয়ো ভোটার নিয়ে CBI তদন্ত দাবি শুভেন্দুর, গেলেন নির্বাচন কমিশনে। টাকা নিয়ে বাংলাদেশির নাম ভোটার লিস্টে! কাকদ্বীপে অভিযুক্ত তৃণমূল । বাংলাদেশি ইস্যুতে সরকারি কর্মীদের নিশানা কাকদ্বীপের তৃণমূল বিধায়ক । রিভিউ পিটিশনে যাচ্ছে সরকার', শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকের পর দাবি চাকরিহারাদের । ধর্মতলায় যুবকের কাছে প্রচুর বুলেট, অর্ডার দিয়েছিল কে? বাড়ছে রহস্য । কেন্দ্রীয় বাহিনীতেও বিভীষণ! পাক চর সন্দেহে NIA-র জালে CRPF জওয়ান । হাতে AK-47! পাকিস্তানে জ্যোতিকে VIP নিরাপত্তা, প্রকাশ্যে ভিডিও । ইঞ্জেকশনে ব্যাকটেরিয়া, কোনও ওষুধ আবার নকল! কোথায় যাবে মানুষ!
ইউটিউবার জ্যোতির নিরাপত্তায় AK47 হাতে রক্ষী পাকিস্তানের ! নতুন ভিডিয়ো খতিয়ে দেখছেন গোয়েন্দারা
ইউটিউবার জ্যোতি মালহোত্রা (YouTuber Jyoti Malhotra) - রাতারাতি এই ইউটিউবার, ভ্লগারের নাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। হরিয়ানার তরুণীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তির (Espionage) অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে। তদন্তে যে সমস্ত বিস্ফোরক তথ্যপ্রমাণ উঠে এসেছে, তার ভিত্তিতে ইতিমধ্যে জ্যোতিকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)- এর 'অ্যাসেট'-ও বলছেন তদন্তকারীদের একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণত কোনও গুপ্তচর সংস্থা যখন কাউকে দিয়ে অন্য দেশে গুপ্তচরবৃত্তি করায়, তাঁদেরকে ওই সংস্থার তরফে 'অ্যাসেট' বলেই অভিহিত করা হয়। ইতিমধ্যেই ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) পাঠানো হয়েছে জ্যোতিকে। আর সেই সঙ্গেই প্রকাশ্যে এসেছে আরও এক বিস্ফোরক তথ্য।






























