Ghantakhanek Sange Suman(১৫.০৭.২৫) পর্ব ২ : হাতিয়ার বাঙালি-আবেগ, বুধে রাজপথে মুখ্যমন্ত্রী-অভিষেক
Ghanta Khanek Sange Suman: বাংলা বললেই হেনস্থা, জুটছে বাংলাদেশি তকমা। ওড়িশা থেকে অসম, রাজ্যে-রাজ্যে প্রশ্নে বাঙালিদের নিরাপত্তা। পাশাপাশি বেআইনি অনুপ্রবেশ নিয়েও কেন সরব হবে না সব দল? উঠছে প্রশ্ন। হাতিয়ার বাঙালি-আবেগ, কাল রাজপথে মুখ্যমন্ত্রী ও অভিষেক। 'বাঙালি-প্রেম নয়, ভোটের জন্য । বাংলাদেশিদের তোয়াজ', খোঁচা বিজেপির। বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূলের পাশাপাশি পথে বাম-কংগ্রেসও। বিপদ শুধু শিঙাড়া-জিলিপি আর চা-বিস্কুটে? রাজ্যগুলোকে পাঠানো কেন্দ্রের সতর্কবার্তায় তুঙ্গে বিতর্ক। মহাশূন্যে নতুন ইতিহাস, ১৮দিন পর নিরাপদে ফিরলেন শুভাংশু।
আরও খবর...
বৈধ কাজপত্র থাকা সত্ত্বেও, পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। পরে আবার দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু। 'বিদেশি' বলে দাবি করে দেশের বিভিন্ন রাজ্যে ধরপাকড়ের অভিযোগ উঠছে। বিশেষ করে বাংলাভাষী, বাঙালিদের তাড়ানো, তাঁজের হেনস্থা করার অভিযোগ উঠছে। সেই তালিকায় নাম উঠে এল আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা, দুই বাঙালির। একজন উত্তমকুমার ব্রজবাসী, অন্য জন আরতি ঘোষ। (NRC Notice)
একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। যে দেশে বছরের পর বছর বাস, যেখানে ঘরবাড়ি-কাজকর্ম সব, সেখানে বসেই হঠাৎ করে শুনতে হল তাঁরা না কি ভারতের বৈধ নাগরিক নন! উত্তমকুমার এবং আরতি, দু'জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। অথচ তাঁদের NRC নোটিস ধরিয়েছে অসম সরকার। অসমের বিজেপি সরকারের এই NRC নোটিস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। (NRC Notice to Bengalis)






























