ঘন্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ১, ২.১২.২০২৪): বাংলাদেশে হিন্দুদের ওপর বর্বরতা অব্য়াহত, আঁচ এই বাংলাতেও
Ghantakhanek Sange Suman: বাংলাদেশে হিন্দুদের ওপর বিরামহীন বর্বরতা অব্য়াহত। আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। এদিকে আজ বিধানসভায় ফের বাংলাদেশ ইস্য়ুতে মুখ খুলেছেন মুখ্য়মন্ত্রী। পাল্টা পেট্রাপোল সীমান্ত অবরোধ কর্মসূচি থেকে সুর চড়ালেন বিরোধী দলনেতাও। বাংলাদেশে হিনদুদের ওপর আক্রমণ অব্যাহত। এবার ঢাকায় বনধুর বাড়িতে গিয়ে আক্রান্ত হলেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। অভিযোগ, হিনদু বলায় তাঁকে ব্যাপক মারধর করা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন এই যুবক। ''কোনও ভারতীয়ের উপর অত্যাচার হোক, এটা আমরা নিশ্চয়ই চাই না। ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে, বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য'', বিধানসভায় বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পশ্চিমবঙ্গের পরিস্থিতির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। ABP Ananda Live