ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.০৪.২০২৫) পর্ব ২: SSC ভবনের সামনে তুলকালাম, চাকরিহারাদের চরম হুঁশিয়ারি
Ghantakhanek Sange Suman: যোগ্যদের তালিকা প্রকাশের আগে SSC ভবনের সামনে তুলকালাম। তালিকা প্রকাশে বিলম্ব, ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। 'কেন যোগ্য শিক্ষাকর্মীদের কথা ভুলে গেল সরকার?' এবার আন্দোলনে গ্রুপ সি, গ্রুপ ডি-রাও। 'অযোগ্যদের থেকে বেতন ফেরত নিতে কী পদক্ষেপ সরকারের?' রাজ্যের কাছে সরাসরি জানতে চাইল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকে ৩২ হাজারের ভবিষ্যৎ কী? ২৮ তারিখ থেকে ডিভিশন বেঞ্চে লাগাতার শুনানি। মালদা-মুর্শিদাবাদ থেকে ফিরেই কাঁধে ব্যথা রাজ্যপালের, হাসপাতালে দেখা করলেন মুখ্যমন্ত্রী। 'পলিটিক্যাল অ্যাসাইনমেন্টের চাপে অসুস্থ হয়ে পড়েছেন,' বললেন কুণাল ঘোষ। সামশেরগঞ্জে বাবা-ছেলের বাড়িতে সুকান্ত মজুমদার, বললেন, 'আসা উচিত মুখ্যমন্ত্রীর'। বহিরাগত নয়, সামশেরগঞ্জে বাবা-ছেলেকে মেরেছে প্রতিবেশীরাই, খুনিদের বাড়ি ২০০ মিটারের মধ্যে।
যোগ্য-অযোগ্য তালিকা চেয়ে সারা রাত SSC ভবনের সামনে ধর্নায় চাকরিহারা শিক্ষকরা। কোর্ট বললেই তালিকা, রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করার বার্তা শিক্ষামন্ত্রীর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শিক্ষকদের বেতন। মধ্যরাতে বিবৃতি এসএসসির।


























