GhantaKhanek Sange Suman(০৩.০৭.২০২৫) পর্ব ২: 'কী ভাবছেন ছাত্রভোট নিয়ে?' সরকারের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
Ghanta Khanek Sange Suman: কসবা গণধর্ষণকাণ্ডের জেরে ক্যাম্পাসে 'ঘুঘুর বাসা' ভাঙতে বড় পদক্ষেপ হাইকোর্টের। 'তালা ঝোলান ইউনিয়ন রুমগুলোতে,' রাজ্যকে কড়া নির্দেশ আদালতের। 'কী ভাবছেন ছাত্রভোট নিয়ে?' সরকারের কাছে হলফনামা চাইল হাইকোর্ট। 'মনোজিৎ মডেল' এবার উত্তরপাড়াতেও! কলেজেই চাকরি ১০ প্রাক্তন TMCP নেতার, গভর্নিং বডির মাথায় কাঞ্চন মল্লিক। নিজের কেন্দ্রে দলেরই হামলার মুখে মন্ত্রী সিদ্দিকুল্লা, ভাঙল গাড়ি, বিঁধল কাচ। 'তোলাবাজ-চিটিংবাজ' বলে একে অপরকে নজিরবিহীন আক্রমণ দু'পক্ষের। 'পতাকা তুলে রেখে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামুন'। বিজেপির রাজ্য সভাপতি হয়েই ২৬-এর আগে বিরোধী মহাজোটের ডাক শমীকের?
আরও খবর....
কালীগঞ্জের মোলান্ডিতে নাবালিকাকে খুনের অভিযোগে আরও ১ জন গ্রেফতার । ধৃতের নাম আবুল কাসেম শেখ। আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০ জন। ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু বালিকার। ২৪ জনের নামে FIR দায়ের করে নাবালিকার পরিবার, এখনও অধরা ১৪।
কসবা গণধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে, কলেজের ইউনিয়ন রুমগুলোতে তালা মেরে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। SFI-এর কটাক্ষ, ইউনিয়ন রুমে তৃণমূলের স্বঘোষিত ছাত্রনেতারা, দাদাগিরি করছে, টাকা রোজগার করছে। পাল্টা TMCP -র রাজ্য সভাপতির দাবি - ইউনিয়ন রুম কখনও রাজনৈতিক দলের হয় না।






























