ঘণ্টাখানেক সঙ্গে সুমন: (১৮.০৯.২৪) পর্ব-২: বারংবার শাসকের নিশানায় আর জি কর কাণ্ডের প্রতিবাদীরা
Ghantakhanek Sange Suman: রাতদখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা। মা-বাবারা খোঁজ নিয়েছেন, মেয়ে কোথায় যাচ্ছে? ফের তৃণমূলের রোষের মুখে পড়লেন আর জি কর-কাণ্ডের প্রতিবাদীরা। কালনায় সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাতদখল কর্মসূচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁদের পাল্টা সমালোচনা করেছেন অপরাজিত আঢ্য, পরমব্রত চট্টোপাধ্যায়রা। অন্যদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক আবার এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন। যতক্ষণ না নিরাপত্তা পাওয়া যাবে, ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল সুপ্রিম কোর্টও বুঝিয়ে দিয়েছে, রাজ্য় সরকারের পদক্ষেপে তারাও সন্তুষ্ট নয়। সরকারি প্রকল্পের অধীনে অস্থায়ী কর্মীদের হাসপাতালের নিরাপত্তার কাজে লাগানো নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। হাসপাতালের মধ্য়ে এখনও নিরাপত্তা সুনিশ্চিত হয়নি। এই বক্তব্য়ে এখনও অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে, রাজ্য়েরই একটা সরকারি হাসপাতালে যে ঘটনা ঘটল, তা নিঃসন্দেহে উদ্বেগের! নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে ধরা পড়ল মদ্য়পানের ছবি! আর এই খবর করতে গিয়ে হুমকির মুখে পড়লেন সাংবাদিকরাই! ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কদিন আগে আবার, পূর্ব মেদিনীপুরে প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রের মধ্য়েই আক্রান্ত হতে হয়েছিল এক ডাক্তারকে।