ঘণ্টাখানেক সঙ্গে সুমন (10. 03. 21) : নন্দীগ্রামে ‘আক্রান্ত’ মুখ্যমন্ত্রী, পরিকল্পিত চক্রান্তের অভিযোগ। গ্রিন করিডর করে আনা হল এসএসকেএমে। বিজেপিকে আক্রমণ সৌগতর। নাটক, কটাক্ষ বিজেপি-বাম-কংগ্রেসের।
ইচ্ছাকৃতভাবে আঘাত! চক্রান্ত করে ধাক্কা মারার অভিযোগ। অন্য কেউ নন, এই অভিযোগ তুলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী! তাঁর অভিযোগ একটি মন্দির থেকে ফেরার সময় তাঁকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় কয়েকজন যুবক। মাটিতে পড়ে গিয়ে তাঁর বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট লাগে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মতো একজন ভিভিআইপির নিরাপত্তায় এমন ফাঁক কীভাবে থাকে, সেই প্রশ্নের শুরু হয়েছে তোলপাড়। উল্টোদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং বলছেন, পুরোটাই ভাঁওতা, সিমপ্যাথি পাওয়ার চেষ্টা। অধীর চৌধুরীর কটাক্ষ, পুরোটাই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভণ্ডামি। এই নিয়েই আজকে আমাদের আলোচনা। শুরুতেই দেখব, কী হয়েছিল, ঠিক কী অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী।
সমস্ত শো
![ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-২ (১৩.০২.২০২৪): গভীর রাতে কীভাবে চলত শাহজাহান-বাহিনীর হাড়হিম করা অত্যাচার ? মুখ খুললেন নির্যাতিতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/14/baf417755309bcffb31151b71d9948b91707884777602170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/14/03c3a3b46a5f2fe99d13bb4f85b3a6091707883453983170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/13/12f75680fc6998a8c1deed6cfd176f081707800955231223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/13/a093de1ab5e99a84b35021e9a93681011707800319008223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/10/027093a4d7f91fe066de2892d4213346170754000567251_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)