(Source: ECI/ABP News/ABP Majha)
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (210621)আলাদা উত্তরবঙ্গ রাজ্য চান জন বার্লা। পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি সৌমিত্র খাঁর। দুই বিজেপি সাংসদের বঙ্গভঙ্গর দাবি নিয়ে তোলপাড় রাজনীতি। ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টে রাজ্যের ধাক্কা।
সুনির্মল বসু লিখেছিলেন, ‘‘ভাঙন ধরেছে শীতলাক্ষার পাড়ে,/ঝুপঝাপ পাড় ভেঙে পড়ে, বারে বারে।’’ অতীতে ভাঙনের সাক্ষী থেকেছে এই বাংলা। সেই সীমান্ত ভাগ হওয়ার যন্ত্রণা এখনও অনেকে বুকে নিয়ে বেড়ান। এই পরিস্থিতিতে ফের একবার বঙ্গরাজনীতির হাওয়ায় ঘূর্ণিপাক তুলল বঙ্গভঙ্গের প্রসঙ্গ। সৌজন্যে, বিজেপির দুই সাংসদ। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা বললেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিম্বা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। আরেক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan )র দাবি, পৃথক রাজ্য করতে হবে জঙ্গলমহলকেও। তৃণমূল বলছে, ভোটে হেরে বাংলাকে জব্দ করতে চাইছে বিজেপি। বিজেপির তীব্র সমালোচনা করেছে কংগ্রেস-সিপিএমও। আর এই তরজার মধ্যেই ফের একবার উঠে এল গোর্খাল্যান্ড প্রসঙ্গ। পৃথক রাজ্যের দাবিতে এবার নতুন করে মুখ খুললেন গুরুংপন্থী মোর্চানেত্রী। রাজ্যপালকে ঘিরে বিক্ষোভের সময়েও উঠল সেই স্লোগান। রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই, ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে চূড়ান্ত অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। হিংসার অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই সাত সদস্যের কমিটি তৈরি করেছে জাতীয় মানবাধিকার কমিশন।