Hoy Ma Noy Bouma: ধারাবাহিক মিঠিঝোরা-র কাহিনিতে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বিয়ের পর্ব সেরে অফস্ক্রিনের গল্প শোনাল দুজনে
ABP Ananda LIVE: সিরিয়ালের সেটে বাজল বিয়ের সানাই। অনির্বাণ আর রাইয়ের জীবনে এখন নতুন আলোর রোশনাই। ধারাবাহিক মিঠিঝোরা-র কাহিনিতে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বিয়ের পর্ব সেরে অফস্ক্রিনের গল্প শোনাল দুজনে।
জি ফাইভে মুক্তি পেয়েছে সানি সিং, অবনীত কৌর,অন্নু কপূর, সুপ্রিয়া পাঠক এবং রাজপাল যাদব অভিনীত কমেডিফিল্ম 'লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ'। ছবিটি পরিচালনা করেছেন ইশরাত খান। বিয়ে আর প্রেম নিয়ে কি ভাবনা রয়েছে সানি আর অবনীতের মনে? একান্ত আড্ডায় অকপট দুই তারকা।
খানসার-এর ক্ষমতা দখলের লড়াইয়ে নতুন পর্ব এবার। শ্যুটিংয়ে ফিরছেন প্রভাস, দ্বিতীয় অধ্যায়ে শুরু হচ্ছে সালার। ওদিকে ক্যামিও এন্ট্রিতে থাকছেন সলমন, বরুণের অ্যাকশন-ফোকাসে অ্যাটলির বেবি জন। তুড়ি মেরে ভূত ধরবেন রীতেশ দেশমুখ আর মেঘের সঙ্গে সখ্যতায় মানিকবাবু খুঁজবেন জীবনের সুখ।
All Shows






























