Hoy Ma Noy Bouma: সাজঘরে বসে নতুন ধারাবাহিকের সফর কাহিনি শোনালেন তথাগত মুখোপাধ্যায় এবং পায়েল দে
ABP Ananda Live: স্বপ্নের দুনিয়াটা নানা রঙে রঙিন। জীবনের ধূসরতা মুছে স্বপ্নই তো আলোর পথ দেখায়। ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'-র গল্পেও এই বার্তাই তো আছে। সাজঘরে বসে নতুন ধারাবাহিকের সফর কাহিনি শোনালেন তথাগত মুখোপাধ্যায় এবং পায়েল দে। প্যাক আপের পর কস্টিউম বদলে বৈষ্ণবী ফিরে এলে বৃন্দার লুকে। বাড়ি ফেরার পথে আড্ডা আর রসনাবিলাস, দুই-ই হল জমিয়ে। মেঘ করলে বা বৃষ্টি পড়লেই চায়ের আড্ডায় চাই তেলেভাজা। আর ধারাবাহিকের নামই যদি হয় 'মেঘা বরসেঙ্গে', তাহলে কি সাজঘরে তেলেভাজার যোগান সবসময় থাকতে হবে?
নিজেদের স্বপ্নের ঠিকানায় প্রথমবার লক্ষ্মীপুজোর আয়োজন করলেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। কোজাগরীর আরাধনার মাঝেই আড্ডাও দিলেন জমিয়ে। লক্ষ্মীপুজোয় মায়ের ভোগ থেকে শুরু করে মায়ের সাজ। সব দিকেই বিশেষ নজর থাকে দেবলীনা কুমারের। দুই বাড়ির পুজোই দক্ষ হাতে সামলান তিনি। লক্ষ্মীপুজোর আয়োজনের দায়িত্বটা বোনের সঙ্গে ভাগ করে নেন এনা সাহা। প্রতিবারের মত এবারেও সাড়ম্বরেই লক্ষ্মীপুজোর আয়োজন এনার বাড়িতে। এবছর লক্ষ্মীপুজোয় প্রতিবারের মত আড়ম্বর নেই অপরাজিতা আঢ্যর বাড়িতে। পুজোর প্রস্তুতির মাঝেই নিজের মনের কথা শোনালেন তিনি। এবারে মায়ের কাছে কী প্রার্থনা করছেন অপরাজিতা? কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন হয়েছে তনুশ্রী চক্রবর্তীর বাড়িতেও। ঠাকুর ঘরে বসেই পারিবারিক পুজোর গল্প শোনালেন তিনি। লক্ষ্মীপুজোর দিন রুটিন বদল। শ্যুটিং নয়। সারাটা দিন বাড়িতেই পুজোর ব্যস্ততায় কেটে যায় অভিনেত্রী পায়েল সরকারের। এবছরও অন্যথা হয়নি। ABP Ananda Live