এক্সপ্লোর
Advertisement
হয় মা নয় বৌমা: ধারাবাহিকের শ্যুটিংয়ের সেটে বা মেকআপ রুমে দুষ্টুমির গল্প শোনাল টিম পাণ্ডব গোয়েন্দার সদস্যরা
ধারাবাহিকের শ্যুটিংয়ের সেটে বা মেকআপ রুমে নানা দুষ্টুমি করে টিম পাণ্ডব গোয়েন্দার সদস্যরা। অবসরের আড্ডায় তেমনই কিছু দুষ্টুমির গল্প শোনাল তারা।
বয়স বাড়লেই কি ছোটবেলার স্বভাবগুলো বেমালুম উবে যায়? মোটেই না। মনের ভেতরে লুকিয়ে থাকা ছোটবেলাটা মাঝে-মধ্যেই উঁকি দিয়ে যায়। তার তখনই ঘটে মজার নানা ঘটনা। পাণ্ডব গোয়েন্দার শ্যুটিংয়ের সেটে এমনই কিছু মজার গল্প শোনালেন রব, অনুমিতা, ঋষভ, শ্রীতমা এবং হিয়া।
ধারাবাহিক ‘সৌদামিনীর সংসার’-এর সেটে শ্যুটিংয়ের অবসরে স্মৃতি-শক্তির চর্চা। মনে রাখার খেলা খুব সহজ নয়। কে জিতল এই খেলায়? চলুন, দেখেই নেওয়া যাক।
কার স্মৃতি-শক্তি কতটা প্রখর? তা বিচার করে দেখতেই সৌদামিনির সংসারের মেকআপ রুমে মেমরি গেম খেলায় মত্ত সৌমি, অধিরাজ এবং পুনম।
অনস্ক্রিন দুই জা পুনম এবং সৌমি মানে ফুলি আর মনসা। তাদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও অকপট দুজনে। মনসার চরিত্রে অভিনয় করে দর্শকদের অনেক প্রশংসা কুড়িয়েছে সৌমি। কথায় কথায় সৌমি ফাঁস করল ফুলির শখ-আহ্লাদের কথাও। আড্ডার শেষে হয় মা নয় বউমাকে গান শোনালো সৌমি।
বয়স বাড়লেই কি ছোটবেলার স্বভাবগুলো বেমালুম উবে যায়? মোটেই না। মনের ভেতরে লুকিয়ে থাকা ছোটবেলাটা মাঝে-মধ্যেই উঁকি দিয়ে যায়। তার তখনই ঘটে মজার নানা ঘটনা। পাণ্ডব গোয়েন্দার শ্যুটিংয়ের সেটে এমনই কিছু মজার গল্প শোনালেন রব, অনুমিতা, ঋষভ, শ্রীতমা এবং হিয়া।
ধারাবাহিক ‘সৌদামিনীর সংসার’-এর সেটে শ্যুটিংয়ের অবসরে স্মৃতি-শক্তির চর্চা। মনে রাখার খেলা খুব সহজ নয়। কে জিতল এই খেলায়? চলুন, দেখেই নেওয়া যাক।
কার স্মৃতি-শক্তি কতটা প্রখর? তা বিচার করে দেখতেই সৌদামিনির সংসারের মেকআপ রুমে মেমরি গেম খেলায় মত্ত সৌমি, অধিরাজ এবং পুনম।
অনস্ক্রিন দুই জা পুনম এবং সৌমি মানে ফুলি আর মনসা। তাদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও অকপট দুজনে। মনসার চরিত্রে অভিনয় করে দর্শকদের অনেক প্রশংসা কুড়িয়েছে সৌমি। কথায় কথায় সৌমি ফাঁস করল ফুলির শখ-আহ্লাদের কথাও। আড্ডার শেষে হয় মা নয় বউমাকে গান শোনালো সৌমি।
সমস্ত শো
হয় মা নয় বৌমা
অনির্বাণের বাঁকা কথা রাই কি আদৌ গায়ে মেখেছে? নাকি দিয়েছে পাল্টা জবাব?
ডোনা আর অয়ন শীতের দুপুরে ময়দানে কী করতে গিয়েছেন? প্রেম করছেন? গল্পটা কী বলুন তো?
সাজঘরে ঘোরতর বাকযুদ্ধ ! রোশনাইয়ের শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরে কি নিয়ে বাধল গোলযোগ?
দাদুর কথায় সিনে এবার এন্ট্রি নেবে রায়ান। তারপর কী হবে? শোনা যাক ঈশানী আর উদয়ের বয়ান
দর্শকের ভালবাসা জিতে হাজার পর্বে পা রাখল দিদি নম্বর ওয়ান। ছোটপর্দায় সাফল্যের সফরের স্মৃতি চারণে কী বললেন রচনা?
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement