এক্সপ্লোর
বেলুড় মঠে প্রথা মেনে রামকৃষ্ণদেবের পুজোর পর আবির উড়িয়ে শুরু দোল উত্সব
ধুমধামের সঙ্গে বেলুড় মঠে পালিত হল দোল উত্সব। সকালে প্রথা মেনে মূল মন্দিরে রামকৃষ্ণদেবের পুজোর পর আবির উড়িয়ে শুরু হয় উত্সব পালন। মহারাজ এবং ব্রহ্মচারীদের সঙ্গে রঙের উত্সবে সামিল হন সাধারণ মানুষও। এরপর নগর সংকীর্তন শুরু হয়। গানের সঙ্গে নাচের তালে মঠের সবকটি মন্দির প্রদক্ষিণ করার পর শেষ হয় অনুষ্ঠান।

























