COVID-19 Update: করোনামুক্ত হয়েও দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়? সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে নতুন আশঙ্কা
দেবাঞ্জনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার ভুরিভুরি অভিযোগ। বেহালার এক ব্যবসায়ীর সঙ্গে ১০ লক্ষ টাকা প্রতারণা। অপর এক ব্যবসায়ীর থেকে ৯০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রচুর মাস্ক, স্যানিটাইজার, ১ হাজার পালস অক্সিমিটার কিনেছিল দেবাঞ্জন। দুই ব্যবসায়ীর থেকে নেওয়া সেই সব সামগ্রীর মেটায়নি টাকা। কলকাতা পুরসভার কমিউনিটি হল তৈরির নামেও প্রতারণার অভিযোগ। পুরসভার কমিউনিটি হল তৈরির নামে ৩৬ লক্ষ টাকা প্রতারণা। কমিউনিটি হল তৈরির বরাত পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। দেবাঞ্জনের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ। নিজের নামে একটি, পুরসভার নামে একটি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ। আইসিআইসিআই ব্যাঙ্কে পাওয়া গিয়েছে কারেন্ট অ্যাকাউন্ট। দেবাঞ্জনের অফিস থেকে পাওয়া গিয়েছে পুরসভার প্রচুর প্যাড।
রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির ফলকে নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের নাম। এবিপি আনন্দের খবরের জেরে ভাঙা হল তালতলার ফলক।
ফলকে কিভাবে এলো দেবাঞ্জন দেবের নাম? ফলকে কালি লেপে লজ্জা ঢাকা যাবে না। কটাক্ষ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের।
‘যে ফলক বসানো হয়েছিল, তা কলকাতা পুরসভা বসায়নি। পুরসভার অনুমতি নিয়ে ফলক বসানো হয়নি। স্থানীয় কাউন্সিলর আপত্তি জানান। ফলক বসানোর সময় পুরসভার তরফে কেউ যাননি,’ জানালেন অতীন ঘোষ।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে সিট গঠন করল লালবাজার। বৃহত্তর ষড়যন্ত্র আছে কিনা দেখতে ডিসি-ডিডির নেতৃত্বে এসআইটি। ধৃত দেবাঞ্জনের অফিস থেকে উদ্ধার প্রচুর চিঠি। কলকাতা পুরসভার অফিসারদের উদ্দেশ্য করে চিঠি। আদৌ কি চিঠি পাঠানো হয়েছিল? জানতে কলকাতা পুরসভাকে চিঠি দিচ্ছে লালবাজার। ভুয়ো কোভিশিল্ডের লেবেল প্রিন্ট করা হয়েছিল শিয়ালদা থেকে। সেই কর্মীকে জিজ্ঞাসাবাদ। করছে লালবাজার।
করোনামুক্ত হয়েও দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়? সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তৈরি করল নতুন আশঙ্কা। ‘কয়েক সপ্তাহ আগে জ্বর হয়, দু’মাস আগেই করোনামুক্তি। শুক্রবার থেকে বাঁ চোখ ঝাপসা,’ নিজের অবস্থার কথা জানালেন পরমা। ‘করোনা ফুসফুসকে সংক্রমিত করে, দৃষ্টিশক্তি ক্ষীণ হয় কি না পরীক্ষার পর বোঝা যাবে,’ জানালেন চিকিৎসক মনীশ গঙ্গোপাধ্যায়।