নজরে ৯ চটজলদি: বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার
ভুয়ো ভ্য়াকসিনকাণ্ডের বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার। রুট বদলে যাওয়ার চেষ্টা। সেন্ট্রাল অ্যাভিনিউতেই আটকে দিল পুলিশ।
পুরসভার বহু আগেই বিজেপিকে (BJP) আটকে দিল পুলিশ। ধস্তাধস্তিতে আহত মহিলা কর্মী। মহামারী আইনে সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল সহ গ্রেফতার ৫৮। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর জামিন।
বিজেপির অভিযানে এলেনই না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমিত্র খাঁ (Saumitra Khan)। কাজের জন্য বাইরে, দাবি দিলীপের (Dilip Ghosh)। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রাজ্যজুড়ে আন্দোলনের হুমকি। "হেরেও গাজোয়ারি", কটাক্ষ তৃণমূলের।
কংগ্রস ছেড়ে এবার তৃণমূলে এবার প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্য়ায় (Abhijit Mukherjee)।
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতায় (Mamata Banerjee) আস্থা। পার্থ-সুদীপের উপস্থিতিতে তৃণমূলে অভিজিৎ। মমতা, অভিষেকের (Abhishek Banerjee) সঙ্গে কথা। 'দুঃখের', ট্যুইট প্রণব কন্যার। "কেন গেলেন বলতে পারেন অভিজিৎ"। মন্তব্য অধীরের (Adhir Chowdhury)।