নজরে ৯ চটজলদি: নিজেকে কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী হিসেবে ঘোষণা সনিয়া গাঁধীর | Bangla News
অন্তর্বর্তী নয় আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী। ঘরের চার দেওয়ালের মধ্য়ে আলোচনা হোক, বাইরে নয়।" বিক্ষুব্ধ নেতাদের কড়া বার্তা সনিয়া গাঁধীর।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গাঁধীকে সভাপতি করার দাবি একাংশের। আগামী সেপ্টেম্বরে নির্বাচন। "ওয়ার্কিং নয় পরিবার বাঁচাও কমিটি।" কটাক্ষ বিজেপির।
ডেঙ্গি আক্রান্ত মনমোহনকে দেখতে গিয়ে তাঁর ছবি প্রকাশ করে কংগ্রেসের রোষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। "পরিবারের আপত্তি অগ্রাহ্য করে চিত্রগ্রাহককে নিয়ে বাবাকে দেখতে যান মন্ত্রী। আমার মা-বাবা কঠিন পরিস্থিতির সঙ্গে লড়ছেন। তাঁরা প্রবীণ মানুষ। চিড়িয়াখানার জানোয়ার নন।" দাবি মনমোহন কন্যার।
"কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার। ক্ষমা চান।" আক্রমণ কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সূর্যেওয়ালার। সমালোচনার মুখে সোশাল মিডিয়া থেকে ছবিটি সরিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে কোনও প্রতিক্রিয়া দেননি।