নজরে ৯ চটজলদি: 'উস্কানিমূলক মন্তব্য', জিজ্ঞাসাবাদের মুখে মিঠুন চক্রবর্তী
পুলিশ খুন করে পুলিশ পরিচয় দিয়ে সল্টলেকের একটি গেস্টহাউসে লুকিয়ে ছিল পঞ্জাবের (Punjab) দুই কুখ্যাত গ্যাংস্টার। নিউটাউন শ্যুটআউটকাণ্ডে নতুন তথ্য। হান জুনওয়েকে ১০ দিনের রিমান্ডে পাঠাল মালদা (Malda) জেলা আদালত। মালদা জেলা পুলিশের কাছ থেকে তদন্তভার নিয়েছে এসটিএফ (STF)। সেই কারণেই হান জুনওয়েকে হেফাজতে চেয়ে আবেদন করে এসটিএফ। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। জন্মদিনে জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সূত্রের খবর, ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদে মানিকতলা থানার পুলিশের এক ডজন প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। কাঁকসার শিবপুরে অজয়ে তলিয়ে গেল সংযোগকারী অস্থায়ী সেতু। পার হওয়ার সময় বাইকসমেত জলে পড়ে যান দুই ব্যাক্তি। তাদের উদ্ধার করা সম্ভব হলেও খোঁজ মেলেনি দুটি বাইকের।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)