Speed News: আনারুল সম্মতি দিলেই হবে পলিগ্রাফ টেস্ট, আদালতে জানাল সিবিআই। Bangla News
রামপুরহাট হত্যাকাণ্ডে তৃণমূল নেতা আনারুল হোসেনকে জানাতে হবে পলিগ্রাফ টেস্টের পদ্ধতি। সিবিআইকে নির্দেশ রামপুরহাট আদালতের। কীভাব টেস্ট হয় জানেন না আনারুল। বললেন আইনজীবী। আনারুল সম্মতি দিলেই হবে পলিগ্রাফ টেস্ট। আদালতে জানাল সিবিআই।
রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে নতুন তথ্য। সূত্রের খবর ঘটনার দিন শুধু বগটুঁইয়ের পূর্ব পাড়ায় ভাদু শেখের পাড়া থেকে নয়, অন্য জায়গা থেকেও দুষ্কৃতিরা এসেছিল।
ঝালদা হত্যাকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। ধৃত ধাবা ব্যবসায়ী সত্যমান প্রামাণিক। নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দুর ব্যবসার অংশীদার। ওই ব্যবসায়ীর ধাবায় বসেই খুনের পরিকল্পনা করা হয়েছিল বলেই সিবিআই-এর দাবি। সুপারির টাকা থেকে ভাগ নেন সত্যবান।
সমস্ত শো
সেরা শিরোনাম
