SSC: CBI অনুসন্ধানে 'না', গ্রুপ ডি নিয়োগকাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিশেষ দল গঠন | Bangla News
গ্রুপ ডি নিয়োগকাণ্ডে সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশ খারিজ। অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিশেষ দল ডিভিশন বেঞ্চের। দু মাসে রিপোর্ট তলব।
নথি বলছে দুর্নীতি হয়েছে। তদন্ত করে সত্য উদঘাটন প্রয়োজন, মন্তব্য বিচারপতির। এসএসসিকে (SSC) কালকের মধ্যে সব সুপারিশপত্র জমার নির্দেশ।
পৃথক রাজ্যের দাবিতে এবার বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতিকে চিঠি দিলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক। চিঠিতে উত্তরবঙ্গে বিজেপির ভালো ফলের কথা উল্লেখ করে গোর্খাদের দীর্ঘদিনের দাবিকে খতিয়ে দেখার আর্জি।
সিঙ্গুরের পর এবার হুগলির চণ্ডীতলা (Chanditala)। সম্পত্তি বিবাদে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে।
চিকিৎসায় গাফিলতির জেরে রোগীমৃত্যুর অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ। নার্সিংহোমের কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়ান মৃতের পরিজনেরা। পরিস্থিতি সামাল দেয় পুলিশ।