এক্সপ্লোর
দলীয় নেতাকে খুনের প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টা ব্যারাকপুর বন্ধের ডাক বিজেপির
টিটাগড়ে শ্যুটআউট। ভর সন্ধ্যেবেলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বিজেপি নেতা মণীশ শুক্লের। তিনি ব্যরাকপুর সাংগঠনিক জেলার সদস্য ছিলেন। তাঁর বুকে, ঘাড়ে, পিঠে গুলি লাগে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আনা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। বিজেপি সাংসদ অর্জুন সিংহ জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টা ব্যারাকপুর বন্ধের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব।
























