Mamata Banerjee: ভোটার লিস্টে নাম তুলতে বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট! আপত্তি মুখ্যমন্ত্রীর
Sare 7 Tay Saradin: এবার ভোটার লিস্টে নাম তুলতে বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট! কমিশনের ডিক্লেয়ারেশন ফর্মে আপত্তি মুখ্যমন্ত্রীর। এনআরসি চালুর চেষ্টা করছে? কমিশনের নির্দেশিকা নিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর। বুথ এজেন্টদের তথ্য চেয়েছে কমিশন! বাংলাকে টার্গেট করেছে বিজেপি। অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হচ্ছে। রাজস্থানের মতো ওড়িশাতেও অনেকে আটক। সরব মুখ্যমন্ত্রী। দলের অনুমতি ছাড়া কেন কালীগঞ্জের পরিবারকে সাহায্য়? বিধায়কের আচরণ দলের ভাবমূর্তিতে আঘাত। হুমায়ুনকে শোকজ। ব্যক্তিগতভাবে গেছিলাম, চিঠি পেলে উত্তর, প্রতিক্রিয়া ডেবরার বিধায়কের। মেয়েকে হারানোর পর এবার প্রাণ সংশয়ে পরিবার। FIR-এ নাম ২৪, তাও গ্রেফতার মাত্র ৫! সিবিআই তদন্ত চায় তামান্নার পরিবার। কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে গ্রেফতার অন্যতম অভিযুক্ত। ৪ বছর পর CBI জালে ওয়ান্টেড তালিকায় শীর্ষে থাকা অরুণ দে। ৪ জুলাই পর্যন্ত জেল হেফাজত। কাল দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। উৎসবের তদারকিতে মুখ্যমন্ত্রী। ভিড় নিয়ন্ত্রণ নিয়ে ৫ মন্ত্রীর সঙ্গে বৈঠক।
All Shows






























