RG Kar News: সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের। ABP Ananda Live
হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের। দ্রুত কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। পাশাপাশি সব মেডিক্যাল কলেজগুলিতে (West Bengal Medical College) অডিটের জন্য সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দিল নবান্ন।
সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি দিলেন মুখ্যসচিব। যেখানে তিনি উল্লেখ করেছেন, হাসপাতালে অন ডিউটি রুম, শৌচালয়, সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। হাসপাতালের অভ্যন্তরীণ অভিযোগ খতিয়ে দেখতে সক্রিয় হতে হবে কমিটিকে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মী ও নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর চালু করতে হবে। প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম দ্রুত চালু করার নির্দেশ। ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের শূন্যপদ পূরণ করতে হবে। কেন্দ্রীয় রেফারেল সিস্টেম দ্রুত চালু করতে হবে। রোগী ও রোগীর পরিবারের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে।