Saare 7tay Saradin: 'মোদি চান দিদিকে, দিদি চান মোদিকে', নদীয়ায় পলাশির স্মরণসভা থেকে ফের সরব অধীর
ABP Ananda LIVE : একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধনের তীব্র প্রতিবাদ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, বিহারে ৪০ লক্ষের বেশি লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। বাংলাতেও করতে চলেছে। যদি করে, তাহলে ঘেরাও কর্মসূচি করব। নাম কাটতে দেব না। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেছেন, পশ্চিমবঙ্গে এরকম ইলেক্টোরাল রোল ডিভিশন হলে অন্তত ৩০ লক্ষ লোক বাদ যাবে। নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাঁতের অভিযোগেও সরব হয়েছেন তৃণমূলনেত্রী। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। একদিকে বাংলা-বাঙালি আবেগে শান, অন্য়দিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালভাবে সরব হতে এবং ভোটার তালিকার বিশেষ সংশোধনের কড়া প্রতিবাদ করতে দেখা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিহারে ৪০ লক্ষের বেশি লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। বাংলাতেও করতে চলেছে। যদি করে, তাহলে ঘেরাও কর্মসূচি করব। পুরো ঘেরাও হবে। পুরো আন্দোলন হবে। আমি নাম কাটতে দেব না। আমরা ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে দেব না। যারা বাইরে আছে আমরা তাদের ছাড়িয়ে নিয়ে এসেছি। আমরা কোর্ট কেস করে ছাড়িয়ে নিয়ে এসেছি। আর এই যে আপনার আইন, সেটা আমরা বাতিল করব। আমরা এটা বদল করব। আমরা এটা মানব না। আমরা এটা মানব না। আমরা এটা মানব না।
All Shows






























