Sare 7 Tay Saradin: কোচবিহারের পর বারাসাত। ফের শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে তুমুল উত্তেজনা
Sare 7 Tay Saradin: কোচবিহারের পর বারাসাত। ফের শুভেনদু অধিকারীর কর্মসূচিতে তুমুল উত্তেজনা। কন্যা সুরক্ষা যাত্রায় বিজেপি-তৃণমূল হাতাহাতিতে ধুন্ধুমার। ২ বিসিএস-সহ ৪ অফিসারকে সাসপেন্ড-এফআইআরের নির্দেশ কমিশনের, ঝাড়গ্রামের সভা থেকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। ভোটার তালিকায় কারচুপি, কমিশনের নির্দেশ মানব না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। বিজেপির ক্রীতদাস বলে আক্রমণ। ভয় দেখিয়ে লাভ নেই, পাল্টা বিজেপি। ইআরও, এইআরওর বিরুদ্ধে পদক্ষেপে আরও কড়া জাতীয় নির্বাচন কমিশন। জবাব দিতে বাধ্য, সন্তোষজনক না হলে মুখ্যসচিবের বিরুদ্ধেই পদক্ষেপের ইঙ্গিত। ঘুরিয়ে এনআরসি করার চেষ্টার অভিযোগে ফের বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী। বাংলায় এনআরসি হতে দেব না বলে ফের হুঙ্কার। বাংলা আবেগ-অস্ত্রে ফের শান তৃণমূলনেত্রীর। চলবে না ভাষার উপরে অত্যাচার। বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না বলে ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ। জলপাইগুড়ির ৭টি বিধানসভায় ৭টিতেই জিততে হবে। জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে ফের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক হয়ে লড়তে মালদার নেতাদের নির্দেশ।
All Shows






























