Sare 7 Tay Saradin: শুভেন্দুর মিছিল ঘিরে ধুন্ধুমার। কনভয়ে হামলা। হত্যার চক্রান্ত দেখছেন শুভেন্দু
Sare 7 Tay Saradin: কোচবিহারে শুভেন্দুর মিছিল ঘিরে ধুন্ধুমার। কনভয়ে হামলা। খুনের চক্রান্তের অভিযোগ। কোচবিহার ঢুকতেই তৃণমূলের বিক্ষোভ, কনভয়ে হামলা। খুনের চক্রান্ত দেখছেন শুভেন্দু অধিকারী। কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, ভেঙে চুরমার বুলেটপ্রুফ গাড়ির কাচ। পড়ল ইট, লাঠি! পাল্টা উস্কানির অভিযোগ তৃণমূলের। খাগড়াবাড়িতে বিরোধী দলনেতার কনভয়ে হামলা। কালো পতাকা নিয়ে তৃণমূলের বিক্ষোভ। গোবর-জল দিয়ে শুদ্ধকরণ। খোঁজ নিল অমিত শাহের মন্ত্রক। কোচবিহারে আক্রান্ত শুভেন্দু। প্রতিবাদে বিজেপির বিক্ষোভ-অবরোধ। দুর্গাপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ভোটার লিস্টে কারচুপি, বারুইপুর পূর্ব-ময়নার ২ বিসিএস অফিসার-সহ ৪জন সাসপেন্ড। ৫জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলল নির্বাচন কমিশন। ডেটা এন্ট্রি অপারেটরদের আইডি-পাসওয়ার্ড, যাচাই না করেই ভোটার লিস্টে শতাধিক। ৪জনকে সাসপেন্ড করতে মুখ্যসচিব বলল কমিশন। রিপোর্ট দেওয়ার নির্দেশ। এবার অভিষেকের নজরেও বিএলও। অনেকের রন্ধ্রে রন্ধ্রে সিপিএম, তৃণমূল ক্ষমতায় আসুক চাননি বলে তীব্র আক্রমণ। চিহ্নিত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ।
All Shows






























