Sare 7 Tay Saradin: ছাব্বিশে ৫০-এর নীচে নেমে যাবে বিজেপি, হুঙ্কার অভিষেকের
Sare 7 Tay Saradin: ছাব্বিশে ৫০-এর নীচে নেমে যাবে বিজেপি, হুঙ্কার অভিষেকের। বিজেপিকে পঞ্চাশের নীচে নামানোর চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা শুভেনদুর। ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতার আক্রোশে আয়কর নোটিস। ৭৬ হাজার মানুষকে সেই চিঠি পাঠাব। হুঙ্কার অভিষেকের। যাকে খুশি পাঠাক, পাল্টা শুভেনদু। তৃণমূলকে শায়েস্তা করতে গিয়ে নিজেরাই জব্দ বিজেপি। পহেলগাঁও থেকে আমদাবাদ বিপর্যয়ের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণে অভিষেক। দিঘার জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা পুরীর মহাপ্রসাদ! তমলুকের গৌরাঙ্গ মন্দির থেকে প্রসাদ বিলির ঘোষণা শুভেন্দুর। ধর্ম নিয়ে অসভ্যতা, পাল্টা কটাক্ষ তৃণমূলের। সন্ত্রাসের রাজনীতি নিয়ে বালুরঘাটের সভা থেকে পাল্টা তৃণমূলকে আক্রমণে সুকান্ত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবার পা রাখবেন কোনও ভারতীয় মহাকাশচারী। পৌঁছবেন ২৮ ঘণ্টা পর, কাল বিকেলে। থাকবেন ১৪ দিন। আনন্দের কান্নায় ভাঙলেন শুভাংশুর বাবা মা। শুভাংশুর লখনউয়ের স্কুলে বাঁধভাঙা
উচ্ছ্বাস।
All Shows






























