SSC Case : মুখ্যসচিবের আবেদনে সাড়া, মল্লিকফটকে অবস্থানে থেকেই বৈঠকের পথে চাকরিহারারা
ABP Ananda Live: যোগ্য-অযোগ্যদের তালিকা আজকেই প্রকাশ করতে হবে। আজ রাতের মধ্যে তালিকা প্রকাশ না করলে, রাস্তাতেই থাকব।' মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা।
আন্দোলনকারী চাকরিহারা সুমন বিশ্বাস এদিন বৈঠকের পর বলেছেন, 'কোনও টালবাহান, অজুহাত মানা হবে না। কোনও শক্তির কাছে, রাজনৈতিক শক্তির কাছে আমরা মাথা নত করব না। পরীক্ষা নিয়ে একটাও কথা হবে না। মাননীয়া মুখ্যমন্ত্রী যোগ্যদের তালিকা প্রকাশ করে আমাদের কলঙ্কের দাগ থেকে মুক্ত করুন। ২২ লক্ষ ওএমআর প্রকাশ করা হোক। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। ওএমআর- এর ভিত্তিতে যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। ১০ বছর পরীক্ষা মানছি না, মানব না। পরীক্ষা নিয়ে একটা কথাও বলব না। যোগ্যদের তালিকা আজকেই প্রকাশ করতে হবে।'
All Shows






























