TMC News : ভোটের আগে বাড়ল পুজো অনুদান। ৮৫ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার টাকা
Sare 7 Tay Saradin: ভোটের আগে বাড়ল পুজো অনুদান। ৮৫ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার টাকা। বিদ্যুৎ বিলে কমিটি গুলিকে ৮০ শতাংশ ছাড়। মকুব ফায়ার লাইসেন্স ফি। পুজো অনুদান বাড়াল রাজ্য। যত খুশি অনুদান দিন, বকেয়া ডিএ-টাও দিন। সরব শুভেনদু অধিকারী। সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন, টাকা নেই? প্রশ্ন সংগ্রামী যৌথমঞ্চের। দেশজুড়ে SIR হচ্ছেই, BLO-দের নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ কমিশনের। SIR-এর প্রস্তুতি দ্রুত সম্পন্ন করুন। সব রাজ্যের CEO-কে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। ভোটার লিস্ট থেকে একটা নামও যেন বাদ না যায়। দরকারে ছ'বার যাচাই করুন। ভোটের আগে এখনও সময় আছে। এখন আপনারা রাজ্য সরকারের। DM-দের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যন্ত্রীর, খবর সূত্রের। বিএলওদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা। বাংলাদেশি-রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোটব্যাঙ্ক আড়ালের চেষ্টা। রাজ্যসভায় আলোচনা চেয়ে চিঠি শমীক ভট্টাচার্যর। কোনও BLO-কে বদলাতে পারবেন না মুখ্যমন্ত্রী। রাজ্যের কাছে বার্তা এসে গেছে।SIR-এ ভোটার তালিকা থেকে বাংলাদেশি, রোহিঙ্গাদের নাম বাদ যাবেই। ফের হুঙ্কার শুভেনদু অধিকারীর।
All Shows






























