এক্সপ্লোর
পায়ে কামড়, স্ত্রীর সামনেই মত্স্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির
নদীতে মাছ ধরার সময়, স্ত্রীর সামনেই কুমিরে টেনে নিয়ে গেল মত্স্যজীবীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঘটনা। আজ সকালে স্ত্রীকে নিয়ে গোবদিয়া নদীতে মাছ ধরতে যান ৬০ বছরের বিষ্ণুপদ সাঁতরা। স্ত্রীর দাবি, তাঁর সামনেই কুমির কামড়ে ধরে মত্স্যজীবীর পা। এরপর তাঁকে নদীর গভীরে টেনে নিয়ে যায়। লঞ্চ নিয়ে নদীবক্ষে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বন দফতর।

























