Swar Garam Plus: 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চে বাধার অভিযোগে ধুন্ধুমার
ABP Ananda LIVE: 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চে বাধার অভিযোগে ধুন্ধুমার। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যুতে CBI দাবি। মেদিনীপুরে রেফারিকে লাথি মেরে গ্রেফতার শাসক নেতার ভাইপো।
আরও খবর....
আড়িয়াদহের পর কামারহাটি, জয়ন্ত সিংহ-র পর এবার রোহিত সিংহ ! মদ খাওয়ার প্রতিবাদ করায় ফের 'আক্রান্ত' প্রতিবাদী। ২৫ নম্বর ওয়ার্ডে মদের ঠেক, প্রতিবাদ করায় মারধর ! বাড়ি ফেরার পথে তাঁকে মারধরের অভিযোগ পরিবারের। গণেশ পুজোর চাঁদা চাওয়ার অভিযোগ রোহিত সিংহ-র অনুগামীদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার, মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। ফেসবুকে ভিডিও ভাইরাল, অভিযুক্তরা শাস্তি পাক, মন্তব্য কাউন্সিলরের । 'আক্রান্ত' প্রতিবাদী আদিত্য মোহান্তি সাগরদত্ত মেডিক্যালে ভর্তি। রোহিত সিংহ-সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় FIR। সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্ত রোহিত সিংহ-র। কালীপুজোর কমিটি গঠন করা নিয়ে গন্ডগোল, বচসা দু'পক্ষের, খবর পুলিশ সূত্রে।
'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চে তুলকালাম। আইটিসি রয়্যাল বেঙ্গলে ট্রেলার লঞ্চে বাধা, অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর । পুলিশের সঙ্গে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বচসা । 'সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে বাধা'। 'চলতে চলতে থামিয়ে দেওয়া হয়েছে ট্রেলার'। 'কিছু সমস্যা আছে, জানান হোটেলের আধিকারিক'। 'কী সমস্যা, সে বিষয়ে কিছু জানানো হয়নি'। তার কেটে দেওয়া হয়, অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর । কেউ বাধা দেয়নি, আমাদের কিছু করণীয় নেই, দাবি হোটেল কর্মীর । কথা বলতে এসেছিলাম, বাধা দিইনি, মন্তব্য হোটেল কর্মীর।






























