Swar Garam Plus: কেন অভয়ার মায়ের ওপর আঘাত নেমে এল ? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
ABP Ananda LIVE: একবছর পরেও বিচার কেন অধরা সেই দাবীতেই পথে নেমেছিলেন অভয়ার পরিবার, কেন অভয়ার মায়ের ওপর আঘাত নেমে এল ?তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা । শুধু তাই নয়, একের পর এক বিস্যফোরক দাবী অভয়ার বাবার।রাজ্য সরকারের চাপে অভয়ার মা-কে ভর্তি নেয়নি হাসপাতাল।আজকের মেডিক্যাল রির্পোটে পুলিশি মারধরের কথা উল্লেখই নেই । কিন্তু কেন?আর এবার দুই চিকিৎসককে পুলিশের নোটিস।
কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনে বিস্ফোরক নিহতের বাবা
কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনে বিস্ফোরক নিহতের বাবা। 'দলের অনেকেই ছিলেন যাঁরা ছেলেকে পছন্দ করতেন না। পঞ্চায়েত ভোটে ওর মা যখন দাঁড়িয়েছিল, অনেক নেতা প্রচারে আসেননিট, অভিযোগ নিহত যুব তৃণমূল নেতার বাবার। শনিবার বিকেলে কোচবিহারে ভরা বাজারে খুন যুব তৃণমূল নেতা। হেলমেট পরে এসে বাজারের মধ্যেই পর পর গুলি দুষ্কৃতীদের। ভাঙড়, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলির পর এবার কোচবিহার। ভিড়ের মধ্যেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যুব তৃণমূল নেতাকে খুন! ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল কোচবিহারে। যুব তৃণমূল নেতা খুনে আটক ১।






























