Swargaram Plus: কসবাকাণ্ডে মুখ খুলে ফের দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Swargaram Plus : জেলায় জেলায় 'মনোজিৎ মডেল'। নেতাদের চাকরি নিয়ে মুখ খুললেন কল্যাণ। কসবাকাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ NCW. আরেক নিরাপত্তারক্ষী ফোন বাজেয়াপ্ত।
TMCP করলেই কলেজে চাকরি? কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজের পর এবার কাকদ্বীপ কলেজে নিয়োগ-বিতর্ক। অভিযোগ, কাকদ্বীপ কলেজেও অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন তৃণমূল ছাত্র পরিষদের ৭ জন নেতা, কর্মী। ২০২২ সালে এই ৭ জনকে কলেজে নিয়োগ করা হয়। এই নিয়োগের কথা স্বীকার করেছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক ও কলেজ পরিচালন সমিতির সভাপতি মন্টুরাম পাখিরা।
কয়েকদিন আগে উত্তরপাড়ার রাজা প্য়ারীমোহন কলেজেও মনোজিৎ-মডেলের ছবি ধরা পড়ে। SFI-এর দাবি, ২০১১ সালের পর উত্তরপাড়ার রাজা প্য়ারীমোহন কলেজে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে চাকরি দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দশজন নেতাকে। অধ্য়ক্ষর দাবি, এই চাকরি হয়েছে পরিচালন সমিতির সুপারিশে। পরিচালন সমিতির মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। যিনি কার্যত দায় ঠেলেছেন পূর্বসূরিদের দিকে।






























