Swargorom Plus: অবশেষে নাম,রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে 'দাগি'দের তালিকা প্রকাশ করল SSC
ABP Ananda LIVE : কারা দাগি ? অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ১৮০৪ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করল কমিশন। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের তালিকা (SSC Tainted List) আপলোড করা হয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করল কমিশন। নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ SSC-র। এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৫ হাজার ৭৫২ জন।
প্রেক্ষাপট
বৃহস্পতিবারই এসএসসি-কে সাত দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর শুক্রবার ফের এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার
এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। শুরুতেই মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, SSC-র আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় 'দাগি'দেরও পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। অভিযোগ শুনে বিচারপতি বলেন, যদি কোনও 'দাগি' নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়, সেটা আমরা দেখব। 'দাগি'রা কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।
SSC-এর আইনজীবীর উদ্দেশে বিচারপতিরা বলেন, আপনারা আসল প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের স্পষ্ট উত্তর দিন। আপনারা কি 'দাগি'দের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে অনুমতি দিচ্ছেন ? হ্য়াঁ কি না ? SSC-এর আইনজীবী বলেন, না। তখন বিচারপতি প্রশ্ন করেন, কতজন 'দাগি' রয়েছেন ?SSC-এর আইনজীবী জানান, CBI ১ হাজার ৯০০ জন দাগির তালিকা দিয়েছে। অনলাইন আবেদন করার সময় সেটা যাচাইয়ের কোনও ব্যবস্থা ছিল না।
তখন ফের বিচারপতি কমিশনকে সতর্ক করে বলেন, 'দাগি'দের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেবেন না। উত্তরে কমিশন জানায়, যদি এক-দু'জন 'দাগি' যাচাইয়ের ব্যবস্থা না থাকায় আবেদন করেনও, সেটা শুধরে নেওয়া হবে। তারপর বিষয়টি আপনাদের সামনে আসবে, আপনারা দেখে নেবেন। বিচারপতি আবার বলেন, কোনও 'দাগি' ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে কিনা আমরা দেখছি। তাদের ('দাগি') পরীক্ষার আগেই বের করে দিতে হবে।
All Shows






























