Kunal Ghosh: 'ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়', ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের
ABP Ananda LIVE : দশমীর পরে দ্বাদশী, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। 'দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরও সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়', দ্বাদশীতে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে বেজে গেল SIR-ডঙ্কা, এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি বৈঠকে বসছে কমিশন
আগামী মঙ্গলবারই কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের IT ECI সীমা খান্না। পরদিন, অর্থাৎ বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমের রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তাঁরা। প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, এডিএম ইলেকশন, ওসি ইলেকশন ও IT কর্মীদের বৈঠকে যোগদান বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবারের বৈঠকের শেষে বিভিন্ন জেলার সদর দফতর, মহকুমা ও ব্লক অফিস পরিদর্শনে যাবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এরমধ্যেই ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত সব অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করায় জোর দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে।
All Shows






























