স্কুল ছুটি হয়ে গিয়েছে ভেবে ব্যাগ কাঁধে নেওয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রকে মার শিক্ষিকার
কলকাতা: দ্বিতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। সল্টলেকের হরিয়ানা বিদ্যামন্দিরের ঘটনা। শেষ পিরিয়ডে স্কুল ছুটি হয়ে গিয়েছে ভেবে ব্যাগ কাঁধে তুলে নেওয়াতেই শিক্ষিকা শর্মিষ্ঠা বিশ্বাস, দমদমের বাসিন্দা ওই স্কুলছাত্রকে মারধর করেন বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়ে ছাত্র।
পুলকার চালক ফোন করে ছাত্রের অসুস্থতার খবর তার বাবাকে জানান। প্রায় অচৈতন্য অবস্থায় ওই ছাত্রকে বাড়ি পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। ছাত্রের বাঁ গালে আঙুলের ছাপ ও কানের নিচে রক্তের দাগ ছিল বলে দাবি ছাত্রের পরিবারের। প্রতিক্রিয়া মেলেনি স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্তের। ছাত্রের পরিবারের তরফে স্কুলে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগর উত্তর থানাতেও। স্কুলের তরফে ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মিটিয়ে নেওয়ার আবেদন করা হয়েছে।
কলকাতা: দ্বিতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। সল্টলেকের হরিয়ানা বিদ্যামন্দিরের ঘটনা। শেষ পিরিয়ডে স্কুল ছুটি হয়ে গিয়েছে ভেবে ব্যাগ কাঁধে তুলে নেওয়াতেই শিক্ষিকা শর্মিষ্ঠা বিশ্বাস, দমদমের বাসিন্দা ওই স্কুলছাত্রকে মারধর করেন বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়ে ছাত্র।
পুলকার চালক ফোন করে ছাত্রের অসুস্থতার খবর তার বাবাকে জানান। প্রায় অচৈতন্য অবস্থায় ওই ছাত্রকে বাড়ি পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। ছাত্রের বাঁ গালে আঙুলের ছাপ ও কানের নিচে রক্তের দাগ ছিল বলে দাবি ছাত্রের পরিবারের। প্রতিক্রিয়া মেলেনি স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্তের। ছাত্রের পরিবারের তরফে স্কুলে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগর উত্তর থানাতেও। স্কুলের তরফে ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মিটিয়ে নেওয়ার আবেদন করা হয়েছে।